জগতবিষ্ণুর পরপারে বসে আছি
ঠাহর করতে পারছি এলেম কোত্থেকে
তারপর হঠাৎ মনে পড়ল
বসে ছিলাম বাড়ির বিছানাতে
বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছিল
লোডশেডিংএ চারিদিক অন্ধকার
কখন যেন সে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয়ে গেছে
খেয়ালই করিনি
একসময় বৃষ্টির শব্দও আর কানে আসছে না
অদ্ভুত এক নৈশব্দ আর নিরালোক গ্রাস করেছে সবকিছু
সেই অন্তহীন তমিস্রার মাঝ থেকে
অনুভব করলাম এক অপার শান্তি
তারপর এক সময় সেই নির্জনতা অসহ্য হয়ে উঠল
কিন্তু চেষ্টা করেও তার মধ্যে থেকে মুক্তি পেলাম না
তারপর তো সেই জগতবিষ্ণুর পরপারে
কিন্তু এখানেও তো আমি একা
সহসা দেখি হরিণীর ন্যায় এক আলো
দ্রুত , উজ্জ্বল অথচ নিদারুণ কোমল
কাছে আসতেই দেখি এতো জিনপরি
সে আমায় হাত ধরে নিয়ে গেল এক জনঅরণ্যে
কিছুক্ষণ পর দেখি কোথায় জিনপরি
আমি তো ভিড়ের মাঝে হারিয়ে গেছি
আর সে কখন দিনের আলোর মতো ভেসে গেছে
এমন সময় চোখে আলোর ঝলকানি লাগে
ঘুম ভেঙে দেখি বৃষ্টি থেমে গেছে
বাইরে তাকিয়ে দেখি একটা হলুদরঙা পাখি
উড়ে গেল বৃষ্টিভেজা আকাশের দিকে
ঠিক সেই জিনপরির মতো।
No comments:
Post a Comment