Sunday, 20 May 2018

সত্যজিৎ রায়ের মজার ফর্দ

সন্দেশ পত্রিকাতে মাঝে মধ্যে নানা রকম মজার ধাঁধা বের হতো, যার মধ্যে কতকগুলি তৈরী করেছিলেন  সত্যজিৎ রায়। এটি একটি বাজারের ফর্দ। বামদিকে উপকরণ আর ডানদিকে পরিমাণ আছে। দেখুন তো সব কটা পারেন কি না।

12 comments:

  1. ১. বাঁধাকপি ৩টে
    ২.করলা ১সের
    ৩. আম ২০ টা
    ৪. কলা ২ কাঁদি
    ৫. জাম ২০টা
    ৬. চাল সাতশ' মণ
    ৭. কাগজ ২০ তা

    ReplyDelete
    Replies
    1. বোতলের উপর poison বা বিষ থেকে বিশ

      Delete
    2. বাঁধাকপি কি ভাবে

      Delete
    3. কপি, বানর এর ভিন্ন অর্থ, আর বানর গুলো বাঁধা আছে, তাই বাঁধাকপি

      Delete
  2. সাতশ মন কেন??

    ReplyDelete
    Replies
    1. সাত-শমন থেকে সাতশ' মণ এসেছে।

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. আম হবে কেন?

    ReplyDelete
  5. বয়াম - বই = আম

    ReplyDelete
  6. শিঁশি দিয়ে ২০ কেন??

    ReplyDelete
    Replies
    1. শিশিটার গায়ে poison লেখা আছে, তাই বিষ থেকে বিশ

      Delete