একটা সময় ছিল, যখন বাংলায় শিশুসাহিত্যের বেশ রমরমা ছিল। সত্যজিৎ রায়, লীলা মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও আরো কত সাহিত্যিক ছিলেন, যাদের হাত দিয়ে বেরিয়েছে অসংখ্য মণিমুক্ত। তখন ছোটোদের জন্য প্রকাশিত পত্রিকাও ছিল প্রচুর - সন্দেশ, শুকতারা, আনন্দমেলা ও আরও কত কি। সেইসব পত্রিকায় গল্প, ছড়ার পাশাপাশি প্রকাশিত হত মজার কমিকস ও হরেক রকম ধাঁধা। এই রকম কিছু চিঠির ধাঁধা নিয়ে আজকের পোস্ট। প্রথম দুটি প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায়,
আর তৃতীয়টি রইল শুকতারা থেকে
দেখি তো বন্ধুরা পারেন কি না। আর বাড়ির ছোটোদেরও করতে দেবেন।
ভাই ভুজঙ্গে---আমরা---( )---পাই---আকা8---বাতাস---বইছে---তীর---কেবল---পাহাড়---সাঁওতাল---আমলকি---খাটিয়াতে---পাই---গাই---কলিকাতায়---পাওয়া---জবাব---ভালবাসা---ইতি( )-----------------{দুটি জায়গায় ( )<<<< এই ভাবে চিন্হিত করা হয়েছে,কি হবে ধাঁধার উত্তর জানতে চাই,যদি সমাধান কেউ করে থাকেন জানাবেন ।
ReplyDeleteআমরা এলাম (গিরিডিতে) পূজোর দিনে ভাই আর একটি ধাঁধার সমাধান করেছি। আর একটি বাকি রইল ( ইতি-----)
Deleteযদি আমি ফনী দেই তবে কি ভুল হবে
Deleteশেষ ধাঁধাটিরও সমাধান করেছি>>>>(ইতি অরুণ পাল) চিঠির ধাঁধার কোনও উত্তর ভুল হয়ে থাকলে জানাবেন। এমন একটি মজার ছলে বুদ্ধি খাটানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ।
ReplyDeleteআচ্ছা ঊষা পাল ও তো পারে
Deleteতৃতীয় লাইন এর প্রথমটা কি হবে?
ReplyDeleteআ কাশ
ReplyDeleteহ্যাঁ আকাশ হবে
ReplyDelete