Sunday 20 May 2018

ঘুমের দেশ


ঘুমের ঘোরে স্বপ্নদেশে বলবো কথা আজ সারা রাত 

নতুন করে বাঁচতে চেয়ে  মন সাজতে চাইছে নতুন সাজ 
অর্থহীন এই নীরবতা থাক না আরও কিছুক্ষণ 
ভাবতে লাগছে বড্ড ভাল ঢেউ তুলেছে সুর নতুন 
কান্নাভেজা ঝরা পাতা সঙ্গী করে চলতে চাই
হোঁচট খেয়ে বারে বারে রূপকথারা পথ হারায় 
দুর্বোধ্য সব ইশারাতে হচ্ছে কথা অনর্গল 
ঘড়ির কাঁটা থেমে আছে যন্ত্রপাতি সব বিকল 
ঘর ছেড়েছে বাস্তুসাপ পুরানো ঠিকানার সন্ধানে 
ভোরের বেলার ছোট্ট মেয়ে সব অসুখের ওষুধ জানে
জগতবিষ্ণুর পরপারে রণক্লান্ত অবসরে 
থামবে এসে সব গল্প শেষ হবে নতুন করে।।  


1 comment: