- জতুগৃহে যে নিষাদ রমণী ও তার পাঁচজন ছেলেকে কেন পুড়ে মরতে হল?
- সেটা বড় প্রশ্ন নয়, কথা হল আগুনটা কে লাগাল?
এ নিশ্চয় ষড়যন্ত্র, সিবিআই তদন্তের দাবি তুললাম আমরা
তা বড় যে দলিত-দরদী , এতদিন কি করলে তোমরা?
- আমরা তো কবেই কর্ণকে প্রার্থী করেছি, ও আমাদের দলিত সেলের নেতা।
মানুষের বিপদের সময় যারা লুকিয়ে পড়ে তারা আবার কোন মুখে বলে কথা ?
- বাজে বকবক করো না, তোমাদের ভয়েই আজ আমাদের কর্মীরা ঘরছাড়া।
মানুষ জেনে গেছে নারী নির্যাতনের জন্য পরিচিত তোমরা।
- যাদের নিজেদের ঘরের মেয়ে বউকে রাজনীতির বাজি করতেও ছাড়ে না
তাদের মুখে একথা শোভা পায় না।
- দ্রৌপদী প্রেস বিবৃতেই তো বললেন
তার অপমানকারীদের তিনি ইঞ্চিতে ইঞ্ছিতে বুঝে নেবেন।
তরজা চলতে চলতে নরমেধ ভোট পর্ব এল
বহু মানুষের প্রাণ নিয়ে তা পালিয়েও গেল।
পাল্টে গেছে সমীকরণ
তরজা ছেড়ে নতুন রাজাকে বরণ।
- আচ্ছা এই যে এতো বড় ইভেন্ট
খরচা দেবে কে? সব তো শেষ করে দিয়েছে আগের গভর্নমেন্ট
- কেন চলে যাও উত্তরের দেশে
প্রচুর সম্পদ হয়েছে তাদের অনেক পরিশ্রম শেষে।
- তো তারা তা দেবে কোন যুক্তিতে ?
- যুক্তি নয়, তারা দিতে বাধ্য দেশভক্তিতে।
আর অতো কিছু নিয়ে কি হবে তাদের
দেশ তো একটাই, গোটাটাই আমাদের।
এরপর অশ্বমেধের যজ্ঞ শেষে
ক্লান্ত আগুনের সামনে দাঁড়াল সে এসে
একটা প্রশ্ন করেছিল মাত্র
সঙ্গে সঙ্গে দেগে দেওয়া হল সে দুর্যোধনের মিত্র
প্রশ্নটা আজ আর মনে নেই
তাই কবি খালি দেখে যায়, আর লিখে যায়।
No comments:
Post a Comment