কি হবে জেনে? কি হয়েছিল তার,
একদিন তো এমনিই যেত সে হারিয়ে
সময় হলেই সব হয়, আমি কিছু নই
না কি আমিই সব? নিজের প্রচেষ্টাতেই
কি হয় সব?
না, জানি না তাও
তাই খুঁজে বেড়াই বিকল্প রাস্তার খোঁজ
অর্থহীন পথে বাধাহীন রাস্তায় ঘুরে ফিরি আমি
সময়কে করেছি গুরুত্বহীন
মানুষের প্রতি আর কোনও বিশ্বাস বেঁচে নেই
এখন আর বাড়ী ফেরার কোন তাড়া নেই
অন্ধকার রাতে আমাকে দেখে কুকুরগুলোও আর ডাকে না
ভেবে সুখ লাগে আর কোন ঝুট ঝামেলা নেই
No comments:
Post a Comment