Monday 20 April 2020

সাধারণ মানুষ



পথ হাঁটছিলাম জগতবিষ্ণুর প্রান্তরে
মনে এল হঠাৎ -  মায়া কি ?
প্রশ্ন করলাম তাকে, কিন্তু উত্তর দিলেন না
বদলে পাঠিয়ে দিলেন, এই ধরাধামে
মনুষ্য রূপে জন্মালাম এখানে
এসে অবশ্য প্রশ্নের কথা মনে ছিল না
জগতের রূপ দেখেই যার পরনাই মুগ্ধ
তারপর হঠাৎ একদিন কারা যেন সব কেড়ে নিল
লড়লাম বহুত, কিন্তু লাভ হল না, দেগে দিল এ রাষ্ট্রদ্রোহী
ধীরে ধীরে পরিস্থিতির বদল এল
ভাবলাম এই তো সুখ, নিশ্চিন্ত
কিন্তু জীবনে কি নিশ্চিন্ত হলে চলে
না জীবন তা থাকতে দেয়
বুঝলাম যা ছিল সুখ, আসলে তা ভাঁওতা
আবার লড়লাম, আজও লড়ছি,
কিন্তু আজ আর তেমন প্রাণ নেই
কতকটা যন্ত্রের মতো, আজ আর কিছু বুঝতে পারি না,
সত্যি মিথ্যে চিনতে ভ্রম হয়
এওমন সময় তিনি এলেন
বললেন ওরে চেয়ে দেখ
আমিই রাষ্ট্র , আমিই রাষ্ট্রদ্রোহী
ওহে মূর্খ তুই যাবি কোথায়?

 আজ বুঝলাম এটাই মায়া।

No comments:

Post a Comment